সিলেট মহানগরে হকার উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিসিক কর্মীদের উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহারে আসামি হিসেবে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০ জনকে।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে এসব তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সেল কর্মকর্তা তানভীর হোসাইন সজীব।
বিজ্ঞপ্তিতে বলা হয়-সিলেট মহানগর এলাকায় চলমান হকার উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও সিটি করপোরশনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সরকারি দায়িত্ব পালনকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনীর সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের সরকারি গাড়িবহরের উপর কতিপয় দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে হামলা করে।
হামলার মাধ্যমে সরকারি কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান, সরকারি সম্পদের ক্ষতিসাধন এবং কর্তৃপক্ষ কর্তৃক জব্দকৃত মালামাল লুট করা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম গ্রহণ করছে এবং জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















