মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে মোগলবাজার থানা পুলিশ। মঙ্গলবার ভোরে মোগলাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরআগে সোমবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় মশালমিছিল করে ছাত্রলীগ। মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাদের বেশির ভাগের হাতে ছিল মশাল। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।
এই মিছিলের পর মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ছাত্রলীগ সমর্থক মো. মাছুম রহমান (৩৫) ও আয়নুল হক (২২) এবং আত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই তিনজন লালাবাজারে ছাত্রলীগের মশাল মিছিলে অংশ নিয়েছিলেন। তাদেরকে মোগলাবাজার থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দক্ষিণ সুরমা প্রতিনিধি 



















