, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে উদযাপন মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার সিলেটের ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত

১ নভেম্বর হচ্ছে না সিলেট চেম্বারের নির্বাচন

নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে উচ্চ আদালতের আদেশের কপি এখনও হাতে না আসায় পূর্বঘোষিত তারিখ ১ নভেম্বর (শনিবার) হচ্ছে না সিলেট চেম্বার অব কমর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমনটি জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে গেল রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়। পরবর্তীতে বুধবার চেম্বার নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে রিট করলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজন করার অনুমতি দেন।

তবে বৃহস্পতিবার চেম্বারের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, নির্বাচনের স্থগিতাদেশ হয়েছে এটা আমরা জেনেছি তবে হাইকোর্টের অফিসিয়াল আদেশের চিঠিটি আমরা এখনও হাতে পাইনি। যদি আদেশের কপিটা আমাদের কাছে চলে আসে তখন আমরা নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারব। এখন পর্যন্ত এমন কিছু আমাদের কাছে আসেনি।

এ অবস্থায় ১ নভেম্বর নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে ফারজানা আক্তার মিতা বলেন, সময় হাতে আছে দুইদিন। এই দুই দিনে বৃহৎ একটা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রুত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে পারব।

একই কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, আমরাও এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি, এছাড়া এটি প্রথমে আসবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের কাছে তারপর আমরা পাব। সেজন্য এখনো নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আমরাও চিঠির অপেক্ষা করছি।

জনপ্রিয়

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার

১ নভেম্বর হচ্ছে না সিলেট চেম্বারের নির্বাচন

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে উচ্চ আদালতের আদেশের কপি এখনও হাতে না আসায় পূর্বঘোষিত তারিখ ১ নভেম্বর (শনিবার) হচ্ছে না সিলেট চেম্বার অব কমর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমনটি জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে গেল রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়। পরবর্তীতে বুধবার চেম্বার নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম হাইকোর্টে নির্বাচনের স্থগিতাদেশ নিয়ে রিট করলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন আয়োজন করার অনুমতি দেন।

তবে বৃহস্পতিবার চেম্বারের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, নির্বাচনের স্থগিতাদেশ হয়েছে এটা আমরা জেনেছি তবে হাইকোর্টের অফিসিয়াল আদেশের চিঠিটি আমরা এখনও হাতে পাইনি। যদি আদেশের কপিটা আমাদের কাছে চলে আসে তখন আমরা নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যেতে পারব। এখন পর্যন্ত এমন কিছু আমাদের কাছে আসেনি।

এ অবস্থায় ১ নভেম্বর নির্বাচন আয়োজন সম্ভব নয় জানিয়ে ফারজানা আক্তার মিতা বলেন, সময় হাতে আছে দুইদিন। এই দুই দিনে বৃহৎ একটা ব্যবসায়ী সংগঠনের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে আদেশের কপি হাতে পেলেই আমরা দ্রুত পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে পারব।

একই কথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। তিনি বলেন, আমরাও এখনো হাইকোর্টের আদেশের কপি পাইনি, এছাড়া এটি প্রথমে আসবে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসকের কাছে তারপর আমরা পাব। সেজন্য এখনো নতুন কোন সিদ্ধান্ত হয়নি। আমরাও চিঠির অপেক্ষা করছি।