, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে উদযাপন মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার সিলেটের ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত

সিলেটের ২৭ জন জুলাইযোদ্ধার গ্যাজেট বাতিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৬ পড়া হয়েছে

জুলাই যোদ্ধা হিসাবে নাম গ্যাজেটভুক্ত হওয়া সিলেটের ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে। মিথ্যা তথ্য এবং একাধিক গ্যাজেটে তালিকাভুক্তির কারণে তাদের নাম বাতিল করা হয়।

মিথ্যা তথ্য প্রদান এবং একাধিক গেজেটে তালিকাভুক্তির জেরে সিলেট বিভাগের ২৭ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বাতিল হওয়াদের মধ্যে সবচেয়ে বেশী ২০ জন মৌলভীবাজার জেলার। সুনামগঞ্জের ৬ ও সিলেট জেলা একজনের নাম বাতিল করা হয়েছে। তবে হবিগঞ্জের কারও নাম নেই এ তালিকায়।

মৌলভীবাজারের বাদপড়া ২০জন হলেন, মো. আজমল আলী (গেজেট-২), নুর ইসলাম আহমেদ সুজন (গেজেট-১৫), মাহমুদুল হাসান (গেজেট-১৬), তামিম আহমদ (গেজেট-৪০), মিনহাজুর রহমান রিমন (গেজেট-৪১), দেলোয়ার আহমেদ সেলিম (গেজেট-৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (গেজেট-৪৯), মো. আরিফুল ইসলাম (গেজেট-৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (গেজেট-৫১), জমির মিয়া (গেজেট-৫২), মো. রায়হান চৌধুরী (গেজেট-৫৪), মো. রুমান আহমেদ (গেজেট-৫৫), হুমায়ুন আহমদ (গেজেট-৫৬), তানবির মিয়া (গেজেট-৫৭), নবিবুর রহমান (গেজেট-৫৯), জিসাম হোসেন রাহী (গেজেট-৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (গেজেট-৮০), মো. আলী হোসেন (গেজেট-৮৯), তারেকুল ইসলাম তারেক (গেজেট-৯০) ও মো. সুমন (গেজেট-৯১)।

সুনামগঞ্জের ৬ জন হলেন, মো. রুহুল আমিন (গেজেট-৪৪৫), মোফাজ্জল হোসেন (গেজেট-৪৯১), মো. আফতাব উদ্দিন (গেজেট-৫৭১), আল- হেলাল মো. ইকবাল মাহমুদ (গেজেট-৫৮৫), মো. মোবারক হোসেন (গেজেট-৬০১), নাঈম আহমদ (গেজেট-৯০৬)।

সিলেট জেলার বাতিল হওয়া ব্যক্তির নাম ফখরুল হাসান (গেজেট-৩৫৬)।

জনপ্রিয়

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার

সিলেটের ২৭ জন জুলাইযোদ্ধার গ্যাজেট বাতিল

প্রকাশের সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই যোদ্ধা হিসাবে নাম গ্যাজেটভুক্ত হওয়া সিলেটের ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে। মিথ্যা তথ্য এবং একাধিক গ্যাজেটে তালিকাভুক্তির কারণে তাদের নাম বাতিল করা হয়।

মিথ্যা তথ্য প্রদান এবং একাধিক গেজেটে তালিকাভুক্তির জেরে সিলেট বিভাগের ২৭ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বাতিল হওয়াদের মধ্যে সবচেয়ে বেশী ২০ জন মৌলভীবাজার জেলার। সুনামগঞ্জের ৬ ও সিলেট জেলা একজনের নাম বাতিল করা হয়েছে। তবে হবিগঞ্জের কারও নাম নেই এ তালিকায়।

মৌলভীবাজারের বাদপড়া ২০জন হলেন, মো. আজমল আলী (গেজেট-২), নুর ইসলাম আহমেদ সুজন (গেজেট-১৫), মাহমুদুল হাসান (গেজেট-১৬), তামিম আহমদ (গেজেট-৪০), মিনহাজুর রহমান রিমন (গেজেট-৪১), দেলোয়ার আহমেদ সেলিম (গেজেট-৪৬), মো. রিয়াদ মাহমুদ রকি (গেজেট-৪৯), মো. আরিফুল ইসলাম (গেজেট-৫০), শেখ মো. মাহফুজুর রহমান মাহিন (গেজেট-৫১), জমির মিয়া (গেজেট-৫২), মো. রায়হান চৌধুরী (গেজেট-৫৪), মো. রুমান আহমেদ (গেজেট-৫৫), হুমায়ুন আহমদ (গেজেট-৫৬), তানবির মিয়া (গেজেট-৫৭), নবিবুর রহমান (গেজেট-৫৯), জিসাম হোসেন রাহী (গেজেট-৭৩), ইমাদ উদ্দিন আহমেদ (গেজেট-৮০), মো. আলী হোসেন (গেজেট-৮৯), তারেকুল ইসলাম তারেক (গেজেট-৯০) ও মো. সুমন (গেজেট-৯১)।

সুনামগঞ্জের ৬ জন হলেন, মো. রুহুল আমিন (গেজেট-৪৪৫), মোফাজ্জল হোসেন (গেজেট-৪৯১), মো. আফতাব উদ্দিন (গেজেট-৫৭১), আল- হেলাল মো. ইকবাল মাহমুদ (গেজেট-৫৮৫), মো. মোবারক হোসেন (গেজেট-৬০১), নাঈম আহমদ (গেজেট-৯০৬)।

সিলেট জেলার বাতিল হওয়া ব্যক্তির নাম ফখরুল হাসান (গেজেট-৩৫৬)।