ভারতীয় অবৈধ পন্য বহনের নিরাপদ রুটে পরিণত হয়েছিল সিলেট-ঢাকা মহা-সড়ক। কিন্তু সেই পথে কাঁটা বসিয়েছে এবার হবিগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর পুলিশ ক্যাম্প। সম্প্রতি এই ক্যাম্প স্থাপনার পর থেকে সড়ক নিয়ন্ত্রনে অবৈধ যান সহ চোরাইপন্য আটকে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে এই ক্যাম্পটি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১২ টায় শায়েস্তাগঞ্জ থানার এ অভিযানে জব্ধ করা হয় ৩ হাজার কেজি ভারতীয় জিরা। ঢাকামুখী একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট ১২-০৮৮২)তল্লাশী করে ১০০টি বস্তায় ৩ হাজার কেজি ভারতীয় জিরা জব্ধ করতে সমর্থ হয় হাইওয়ে পুলিশ। আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এছাড়া আটক করা হয় ট্রাক চালক শাহপরান ও হেলপার কে। জব্ধকৃত মালামাল ও জিরা বহনে ব্যবহৃত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে বলেন জানিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হলে আমরা তল্লাশী করি। এরপর অবৈধ জিরার চালান ধরা পড়ে।
সূত্র জানায়, সিলেট সীমান্ত দিয়ে চোরাচালানী সিন্ডিকেট খুবই সক্রিয়। ভারতীয় পন্যে দেশের অভ্যন্তরে নিয়ে এসে হাইওয়ে দিয়ে প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দেয়া হয়। বিশেষ করে পলাতক শেখ হাসিনার সরকারের আমলে ওপেন সিক্রেট ছিল ভারতীয় পন্যের চোরাচালান।
৫ আগস্ট পট পরিবর্তনের পরও সেই চক্র থেমে যায়নি। এক পর্যায়ে বিজিবি সহ আইন-শৃংখলা বাহিনী চোরাচালান দমনে তৎপর হয়ে উঠে। এতে অনেকটা গতিহীন দেখা যাচ্ছে চোরাচালান তৎপরতা। কিন্তু তাই বলে বন্ধ হয়নি বলে এবার চোরাচালানী পন্য বহনের নিরাপদ রুট সিলেট-ঢাকা মহাসড়কে বাগড়া বসিয়েছে হাইওয়ে পুলিশ।
এপ্রসঙ্গে হাইওয়ে সিলেট রিজিওয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ মহা-সড়কে কার্যক্রম শুরু করার সাফল্য হলো সিলেট-ঢাকা মহাসড়ক এখন চোরাই মালামাল বহনের নিরাপদ রুট আর থাকবে না। শায়েস্তগঞ্জ হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় যাত্রী ও গণ পরিবহনের নিরাপত্তা কেবল নিশ্চিত হবে না, সেই সাথে বন্ধ করে দেয়া হবে অবৈধ পন্য বহনের পথও ।