সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম বালাগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে গহরপুর বাজারের সম্মুখে তাদের বহনকারী গাড়ি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।
এতে মাওলানা আব্দুল মালিক চৌধুরী গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেটের আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে সাথে থাকা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম সাহেব অক্ষত আছেন বলে জানা গেছে।