, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ সিলেটে বুকের উপর পায়ের চাপ দিয়ে শিশুকে পেটালেন করলেন মাদ্রাসা শিক্ষক বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

নবীগঞ্জে ডাক্তার না হয়েও ফার্মেসিতে রোগী দেখছিলেন কাজল, ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ডাক্তার পরিচয়ে রোগী দেখা এক ব্যক্তিকে আটক করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ডাক্তার পরিচয়ে রোগী দেখা অবস্থায় কাজল নাথ (৫২) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তিনি জানান, অভিযানের সময় কাজল নাথ চিকিৎসক হওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের হাসপাতাল রোড ও শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছিলেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।

স্থানীয় সচেতন মহল জানায়, কাজল নাথকে পূর্বেও একাধিকবার জেল-জরিমানা করা হয়েছিল। তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুহুল আমীন বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ

নবীগঞ্জে ডাক্তার না হয়েও ফার্মেসিতে রোগী দেখছিলেন কাজল, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে ডাক্তার পরিচয়ে রোগী দেখা এক ব্যক্তিকে আটক করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে দেব নাথ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ডাক্তার পরিচয়ে রোগী দেখা অবস্থায় কাজল নাথ (৫২) কে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। তিনি জানান, অভিযানের সময় কাজল নাথ চিকিৎসক হওয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শহরের হাসপাতাল রোড ও শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে ডাক্তার পরিচয়ে রোগী দেখছিলেন। এতে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকিতে পড়ছিলেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি অফিসার আমজাদ হোসেন।

স্থানীয় সচেতন মহল জানায়, কাজল নাথকে পূর্বেও একাধিকবার জেল-জরিমানা করা হয়েছিল। তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রুহুল আমীন বলেন, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।