শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজার আসর থেকে বহিরাগত ৩ জনসহ ৪ জন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আটক শিক্ষার্থীদের মধ্যে ২ জন লিডিং ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী, ১ জন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ১ জন শাবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।
প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেন যে প্রায় দুই বছর ধরে গাঁজা সেবনে আসক্ত। মাসে এক-দুবার তারা এমন আসর বসিয়ে গাঁজা সেবন করে আসছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ৪ জনকে আমরা গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। পরবর্তীতে জালালাবাদ থানায় খবর দিয়ে বহিরাগত ৩ জনকে তাদের কাছে সোপর্দ করি। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে তাদের অভিভাবকের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করি।