, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোররাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে। তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের মাধ্যমে বিয়ানিবাজার সীমান্তে পুশইন করা হয়।

ঘটনার পর ৫২ বিজিবি সদস্যরা তাদের আটক করে বিয়ানীবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

সিলেটে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ

প্রকাশের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৯ মে) ভোররাতে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫ জন নারী, ৮ জন পুরুষ ও ৮ জন শিশু। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন ইউনিয়নে। তারা কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিএসএফের মাধ্যমে বিয়ানিবাজার সীমান্তে পুশইন করা হয়।

ঘটনার পর ৫২ বিজিবি সদস্যরা তাদের আটক করে বিয়ানীবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।