, মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনার রেজাউল করিম

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা। গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫ তম সভায় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি সুপারিশ করা হয় ১২ জনকে। সেই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। অনুমোদিত পদোন্নতি তালিকার অন্যতম এক জন হলেন এসএমপি কমিশনার মো: রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত হয়েছে গতকাল রোববার ১৮ মে জনপ্রশাসন মন্ত্রনালয় এর উপ-সচিব মো: তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে। পত্রে উল্লেখ সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে পদোন্নতি অনুমোদিত কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় ।

গত পাঁচ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৫ সেপ্টেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে সিলেট মহানগরে শান্তি-শৃঙ্খলা ফেরাতে বহুমুখী চেষ্টায় সফল হন তিনি। পুলিশের প্রতি মানুষের আস্থা তৈরি, পুলিশি কার্যক্রম গতিশীল করা, হকার ও যানবাহনের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং অসময়ে মহানগরে ট্রাক চলাচল বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানো, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশা চলাচল বন্ধ করা, চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা এবং মাদকদ্রব্য কেনা-বেচা-সেবন ও জুয়া-পতিতাবৃত্তি বন্ধে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল রুখতে রয়েছে তার সাহসী পদক্ষেপ। তার জনবান্ধব তৎপরতায় সর্বমহলে ভরসার জায়গা করে নেন তিনি। সিলেট শাহজালাল (রহ.) মাজারের ওরস বিষয়ে ধর্মীয় নেতাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাধানে সফল হয়েছেন তিনি। সেকারনে কাংখিত পরিবেশে সম্পন্ন হয়েছে ওরস। কর্মগুণে প্রশংসিত এই কর্মকর্তার পদোন্নতিতে আনন্দ-উচ্ছ্বাস বইছে এসএমপির সর্বস্তরের পুলিশ সদস্যদের মাঝে।

জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি হলেন এসএমপি কমিশনার রেজাউল করিম

প্রকাশের সময় : ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা। গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫ তম সভায় অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি সুপারিশ করা হয় ১২ জনকে। সেই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। অনুমোদিত পদোন্নতি তালিকার অন্যতম এক জন হলেন এসএমপি কমিশনার মো: রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত হয়েছে গতকাল রোববার ১৮ মে জনপ্রশাসন মন্ত্রনালয় এর উপ-সচিব মো: তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক পত্রে। পত্রে উল্লেখ সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে পদোন্নতি অনুমোদিত কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় ।

গত পাঁচ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়ে রেজাউল করিম এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৫ সেপ্টেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে সিলেট মহানগরে শান্তি-শৃঙ্খলা ফেরাতে বহুমুখী চেষ্টায় সফল হন তিনি। পুলিশের প্রতি মানুষের আস্থা তৈরি, পুলিশি কার্যক্রম গতিশীল করা, হকার ও যানবাহনের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং অসময়ে মহানগরে ট্রাক চলাচল বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানো, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত নিষিদ্ধ রিকশা চলাচল বন্ধ করা, চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা এবং মাদকদ্রব্য কেনা-বেচা-সেবন ও জুয়া-পতিতাবৃত্তি বন্ধে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল রুখতে রয়েছে তার সাহসী পদক্ষেপ। তার জনবান্ধব তৎপরতায় সর্বমহলে ভরসার জায়গা করে নেন তিনি। সিলেট শাহজালাল (রহ.) মাজারের ওরস বিষয়ে ধর্মীয় নেতাদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাধানে সফল হয়েছেন তিনি। সেকারনে কাংখিত পরিবেশে সম্পন্ন হয়েছে ওরস। কর্মগুণে প্রশংসিত এই কর্মকর্তার পদোন্নতিতে আনন্দ-উচ্ছ্বাস বইছে এসএমপির সর্বস্তরের পুলিশ সদস্যদের মাঝে।