সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ মে) ভোরে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরের লালাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাহফুজুর রহমান নগরের শেখঘাটের শুভেচ্ছা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেটের আদালতের সাবেক এপিপি ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর মাহফুজুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিলো। এ মামলা পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, মাহফুজকে কারাগারে প্রেরণ করা হয়েছে।