, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সোচ্চার সিলেটের ব্যবসায়ীরা সিলেটে টিলা কাটার অভিযোগে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ‘শাহজালাল মাজারে শিরিক-বিদাআত ও অশ্লীলতা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে’ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটের রাজপথে এনসিপি ‘আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক’ সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে হামলা : সাবেক এমপি হাবিব, কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে আসা যুবক সিলেটে গ্রেপ্তার সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান শ্রীঘরে সিলেট জেলা যুবদল নেতা কাশেম হাইটেক পার্ক, সিলেট-এ বিনিয়োগ আকৃষ্টকরণের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষায় আজ সিলেট বোর্ডে এক হাজার ১০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীদের এক দশমিক ২৫ শতাংশ। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষায় আজ অনুপস্থিতের হার সবচেয়ে বেশি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ বাসস’কে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সোবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে ৮৮ হাজার ৪৪৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৩৪০ জন।

জেলাভিত্তিক হিসাবে সিলেট জেলায় ৩৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশ নিয়েছে ৩৫ হাজার ৩৬৪ জন। অনুপস্থিত ৩৯৪ জন। হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে ১৫ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৫ হাজার ৩৮৭ জন, অনুপস্থিত ২৪৬ জন।

মৌলভীবাজারে ২৬ কেন্দ্রে ১৯ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৮ হাজার ৮৬৯ জন, অনুপস্থিত ২১৪ জন। সুনামগঞ্জ জেলায় ৩৫ কেন্দ্রে ১৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৭ হাজার ৭২০ জন, অনুপস্থিত ২৫৩ জন।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথমদিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় ৮৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দ্বিতীয় দিন ১৫ এপ্রিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৩৪ জন, তৃতীয় দিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৪২ জন।

এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।

শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম, কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে।

১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি।

এসএমপি’র উপ-কমিশনার (এসবি) আফজল হোসেন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সবগুলো কেন্দ্রের আশপাশে পোশাক ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়।

 

জনপ্রিয়

সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সোচ্চার সিলেটের ব্যবসায়ীরা

এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন

প্রকাশের সময় : ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষায় আজ সিলেট বোর্ডে এক হাজার ১০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীদের এক দশমিক ২৫ শতাংশ। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষায় আজ অনুপস্থিতের হার সবচেয়ে বেশি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ বাসস’কে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সোবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে ৮৮ হাজার ৪৪৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৩৪০ জন।

জেলাভিত্তিক হিসাবে সিলেট জেলায় ৩৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশ নিয়েছে ৩৫ হাজার ৩৬৪ জন। অনুপস্থিত ৩৯৪ জন। হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে ১৫ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৫ হাজার ৩৮৭ জন, অনুপস্থিত ২৪৬ জন।

মৌলভীবাজারে ২৬ কেন্দ্রে ১৯ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৮ হাজার ৮৬৯ জন, অনুপস্থিত ২১৪ জন। সুনামগঞ্জ জেলায় ৩৫ কেন্দ্রে ১৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৭ হাজার ৭২০ জন, অনুপস্থিত ২৫৩ জন।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথমদিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় ৮৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দ্বিতীয় দিন ১৫ এপ্রিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৩৪ জন, তৃতীয় দিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৪২ জন।

এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।

শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম, কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে।

১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি।

এসএমপি’র উপ-কমিশনার (এসবি) আফজল হোসেন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সবগুলো কেন্দ্রের আশপাশে পোশাক ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়।