, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বালাগঞ্জে অপরিকল্পিত সেতুর নির্মাণ কাজ বন্ধ, নতুন নকশায় করা হবে উঁচু সিলেট থেকে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি’র আত্মপ্রকাশ সিলেটে বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু  সুনামগঞ্জে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহত সিলেটে কমেছে চাহিদা ও উৎপাদন : কুরবানীর জন্য প্রস্তুত ৩ লাখ ৮ হাজার ৮১৫টি পশু বৃহৎ জনগোষ্ঠির কল্যাণ ও কর্মসংস্থান বিবেচনায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান : মো: জয়নাল আবেদীন সিলেটে আইনজীবী হত্যায় ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ৮ দিন পর থানায় অভিযোগ  সিলেটে বিভিন্ন দাবিতে আদালতপাড়ায় দুই ঘন্টার কর্মবিরতি নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা : বিভাগীয় কমিশনার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে আন্তর্জাতিক বন দিবস পালন

“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ, সিলেটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সভায় জেলা প্রশাসক বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বায়ুতে অক্সিজেন-কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য রক্ষা, পরিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, সিলেট রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় প্রয়োজনের তুলনায় বনজ সম্পদ অনেক কম। জলবায়ুর নেতিবাচক প্রভাব রোধে এবং নিরাপদ ও টেকসই পরিবেশ গঠনে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। তারা বলেন, ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা ব্যাপকভাবে রোপণ করতে হবে, যা পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি খাদ্য ও পুষ্টিরও যোগান দেবে।

বক্তারা আরও বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ এখন সময়ের দাবি। বন রক্ষা করলে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ছড়া ও ঝিরিতে পানির উৎস বাড়বে। সিলেটের বন ও বন্যপ্রাণী রক্ষায় সিটি কর্পোরেশন ও জেলা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বন বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বালাগঞ্জে অপরিকল্পিত সেতুর নির্মাণ কাজ বন্ধ, নতুন নকশায় করা হবে উঁচু

সিলেটে আন্তর্জাতিক বন দিবস পালন

প্রকাশের সময় : ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ, সিলেটের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সভায় জেলা প্রশাসক বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বায়ুতে অক্সিজেন-কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য রক্ষা, পরিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম, সিলেট রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় প্রয়োজনের তুলনায় বনজ সম্পদ অনেক কম। জলবায়ুর নেতিবাচক প্রভাব রোধে এবং নিরাপদ ও টেকসই পরিবেশ গঠনে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। তারা বলেন, ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা ব্যাপকভাবে রোপণ করতে হবে, যা পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি খাদ্য ও পুষ্টিরও যোগান দেবে।

বক্তারা আরও বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ এখন সময়ের দাবি। বন রক্ষা করলে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি ছড়া ও ঝিরিতে পানির উৎস বাড়বে। সিলেটের বন ও বন্যপ্রাণী রক্ষায় সিটি কর্পোরেশন ও জেলা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বন বিভাগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।