আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প-এর আওতায় সিলেটের জৈন্তাপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ২ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর কতৃক উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার জর্জ মিত্র চাকমা।
উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তারের সভাপতিত্বে ও
উপ- সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন করে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবছর মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। স্টল গুলো হচ্ছে কৃষি পন্য প্রদর্শনী, সার,বীজ,জৈব বালাইনাশক স্টল,উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান,মিশ্র ফল বাগান,ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ,কৃষি প্রযুক্তি গ্রাম স্টল,সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন স্টল। অনুষ্ঠান শেষে স্হানীয় কৃষক,কৃষাণীদের হাতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস, শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাব উদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার, খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক কৃষানীগণ।