আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান করেছে সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং।
আজ ১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ সভা।
এতে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও উত্থাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপি শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট-এর সদস্য সচিব নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপি-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইং এর সদস্য লুকমান আহমদ হৃদয়, সদস্য মুঈনুদ্দিন আহমদ সদস্য ইঞ্জিনিয়ার জীবন হাওলাদার,জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান, জেলা সংগঠক ফয়সাল আহমদ , জেলার সংগঠক মোস্তাক আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক সালমান খুরশেদ, মাহবুবুর রহমান, আবু সাঈদ, সামাজিক ব্যক্তিত্ব তাহমিনা আক্তার রুজিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আসন্ন জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের।