শিক্ষার অধিকার সবার জন্য নিশ্চিত করতে ফরিদপুর যুব সংঘ এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তাদের পাশে দাড়িয়েছে।
শুক্রবার (০২ মে) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফরিদপুর যুব সংঘের আয়োজনে ১৭ জন অসহায় শিক্ষার্থীর মাঝে গাইড বই বিতরণ করা হয়েছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ব্যতিক্রমী উদ্দোগ গ্রহণ করে সমাজসেবামুলক এ সংগঠন।
ফরিদপুর যুব সংঘের সভাপতি সোয়েবুল হক শানুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় গাইড বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা মোঃ আব্দুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আমিন বলেন, ফরিদপুর যুব সংঘ সবসময় অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে আছে, ছিল এবং থাকবে। শিক্ষা উন্নয়নে অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে—শিক্ষার্থীরা কার সঙ্গে চলছে, তাদের পড়াশোনার অবস্থা কেমন, তা নিয়মিত খোঁজখবর নিতে হবে। এছাড়া, তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন, যারা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এগিয়ে এসেছেন। সমাজের অন্যান্য বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।
এসময় উপস্থিত ছিলেন, সংঘের সাধারণ সম্পাদক মিজান আহমদ, সংগঠক জামাল আহমদ, হাফিজ আকমল হোসেন খান, হাফিজ আব্দুস সালাম, যুবনেতা জাকির আহমদ,তাহের আহমদ, মুমিন আহমদ,আলী হোসেন, শাহিন আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন সংস্থা ফরিদপুর যুব সংঘের উদ্যোগে দেশ ও প্রবাসীদের সাহায্য সহযোগিতায় গ্রামের শিক্ষার্থী যারা গাইড বই খরিদ করতে অক্ষম,তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ১৭ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩৫ হাজার টাকা সমমূল্যের ফ্রি গাইড বই বিতরণ করা হয়।