সুনামগঞ্জের দোয়ারাবাজার এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলী হোসেন। সে ওই গ্রামের সাকিব আলীর ছেলে।
পুলিশ জানায়, শিশু আলী হোসেন ৫০০ টাকার নোট নিয়ে তার বন্ধু আহসান আহমেদের সঙ্গে বাজারে যায়। বাজারে যাওয়ার সময় আলী হোসেনের কাছে আহসান আহমদ ৫০০ টাকা ধার চায়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আহমদ হোসেন দোয়ারাবাজারের একটি নির্জন গলিতে নিয়ে গলায় পেটে ছুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।