ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার সিলেটের প্রবাসীরা ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। দেশে না থেকে বিদেশে অবস্থান করেও নিজের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ৩১,০১৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৭,৪৬৪ জন এবং নারী ভোটার ৩,৫৪৭ জন। এছাড়া আরও ৪৯ জন প্রবাসীর আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জেলা অনুযায়ী নিবন্ধনের সংখ্যা:
সিলেট জেলা: ১৬,২৫১ জন (পুরুষ ১৪,০৩৫, নারী ২,২১৪) – অনুমোদনের অপেক্ষায় ৩০ জন।
মৌলভীবাজার জেলা: ৭,৮১১ জন (পুরুষ ৭,০২৭, নারী ৭৮৪) অনুমোদনের অপেক্ষায় ১১ জন।
হবিগঞ্জ জেলা: ৩,৩২৮ জন (পুরুষ ৩,০৮৯, নারী ২৩৯) – অনুমোদনের অপেক্ষায় ৫ জন।
সুনামগঞ্জ জেলা: ৩,৬২৩ জন (পুরুষ ৩,৩১৩, নারী ৩১০) – অনুমোদনের অপেক্ষায় ৩ জন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। তাই প্রবাসী বাংলাদেশিদের আবেদন করা হয়েছে নিবন্ধনের সময় কর্মস্থল বা পরিচিত জনের সঠিক ঠিকানা প্রদান করতে।
প্রধান নির্বাচন কমিশনার ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। প্রবাসীদের পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক 



















