দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বচ্ছ প্রশাসনের মধ্য দিয়ে সিলেটকে দেশের প্রথম ‘দুর্নীতিমুক্ত জেলা’ হিসেবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মোঃ নাজমুস সা’দাৎ এই আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র ভূমি সিলেটের সবাইকে, বিশেষ করে সচেতন নাগরিক ও তরুণ প্রজন্মকে আমি অনুরোধ করছি আপনি যেই শ্রেণি, পেশা বা বয়সেরই হোন, দুর্নীতির বিরুদ্ধে আরও সোচ্চার হোন। নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখুন।
তিনি আরও বলেন, আমরা যদি সবাই একসাথে সচেষ্ট হই, আগামী প্রজন্মকে আমরা এমন একটি সিলেট দিতে পারব, যা হবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুন্দর।
দুদকের এই উদ্যোগ সিলেটকে দুর্নীতিবিরোধী চর্চার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 



















