জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে দলের পক্ষ থেকে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের পাঁচটি আসনও রয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষণা অনুযায়ী সিলেট বিভাগে মনোনয়ন পেয়েছেন সিলেট–১ আসনে এহতেশাম হক, সিলেট–৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট–৪ আসনে মো. রাশেল উল আলম, মৌলভীবাজার–৪ আসনে প্রীতম দাশ এবং হবিগঞ্জ–৪ আসনে নাহিদ উদ্দিন তারেক।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তারা ‘ব্যালট রেভল্যুশন’-এ যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা জোরদারের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, দেড় হাজারের বেশি আবেদনকারী এবার দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নিজস্ব প্রতিবেদক 



















