, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার খাল খননে প্রাণ ফিরেছে দক্ষিণ সুরমার কৃষিতে, সেচ সুবিধায় হাসি ফিরেছে হাজারো কৃষকের মুখে সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান সুনামগঞ্জে হাওরে তাণ্ডব: হাঁসের খামারে সশস্ত্র হামলা ও লুটপাট, মালিকসহ তিনজন রক্তাক্ত মৌলভীবাজারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আটক ৪ বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া সিলেটের বেলুন ভারতে, আসামে আতঙ্কে পুলিশ সিলেটে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সিএনজি দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

মক্কা থেকে মদিনার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ ভারতীয় ওমরাযাত্রী নিহত

সৌদি আরবে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বাসটির সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর ভয়াবহ আগুন লেগে অনেকেই ঝলসে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃতদের বেশিরভাগই ভারতের হায়দরাবাদ এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স–এ দেওয়া পোস্টে তিনি জানান, রিয়াধে ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

গাল্ফ নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে সৌদি প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুর্ঘটনার খবরে ভারতের তেলেঙ্গানায় প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি। মুখ্যসচিব রামকৃষ্ণ রাওকে তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে নির্দেশ দিয়েছেন।

হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তিনি হায়দরাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকে যাত্রীদের তালিকা পাঠিয়েছেন। পরে জেদ্দায় ভারতীয় দূতাবাস জানায়, দুর্ঘটনা–সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর: ৮০০২৪৪০০০৩। স্বজনহারাদের খোঁজাখুঁজির জন্য আরও দুটি নম্বর চালু করা হয়েছে: ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।

ওয়াইসি জানান, মোট ৪২ জন তীর্থযাত্রী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু মাথেন জর্জের সঙ্গে কথা বলে তিনি নিহতদের মরদেহ দেশে আনা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয়

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

মক্কা থেকে মদিনার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ ভারতীয় ওমরাযাত্রী নিহত

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সৌদি আরবে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বাসটির সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের পর ভয়াবহ আগুন লেগে অনেকেই ঝলসে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃতদের বেশিরভাগই ভারতের হায়দরাবাদ এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স–এ দেওয়া পোস্টে তিনি জানান, রিয়াধে ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

গাল্ফ নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে সৌদি প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুর্ঘটনার খবরে ভারতের তেলেঙ্গানায় প্রশাসনিক তৎপরতা দেখা দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্থ রেড্ডি। মুখ্যসচিব রামকৃষ্ণ রাওকে তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে নির্দেশ দিয়েছেন।

হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তিনি হায়দরাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকে যাত্রীদের তালিকা পাঠিয়েছেন। পরে জেদ্দায় ভারতীয় দূতাবাস জানায়, দুর্ঘটনা–সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর: ৮০০২৪৪০০০৩। স্বজনহারাদের খোঁজাখুঁজির জন্য আরও দুটি নম্বর চালু করা হয়েছে: ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।

ওয়াইসি জানান, মোট ৪২ জন তীর্থযাত্রী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু মাথেন জর্জের সঙ্গে কথা বলে তিনি নিহতদের মরদেহ দেশে আনা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।