, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক জগন্নাথপুরে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব সিলেটে সুপারির দামে অস্থিরতা : কেজিপ্রতিতে দাম বেড়েছে ৫০০ টাকা

পরিবেশ রক্ষায় সিলেটে পাহাড়-টিলা কাটার ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা

সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশ রক্ষায় কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সিলেট জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়েছে।

কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছেন। এসব কারণেই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুসারে জেলায় পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

জেলা প্রশাসন আরো জানিয়েছে, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সিলেটে পাহাড় ও টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে টিলা কাটা চলছিল। এ অবস্থায় প্রশাসন এ ধরনের কার্যক্রম বন্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করল।

জনপ্রিয়

বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা

পরিবেশ রক্ষায় সিলেটে পাহাড়-টিলা কাটার ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশ রক্ষায় কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি সিলেট জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা বেড়েছে।

কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াচ্ছেন। এসব কারণেই পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুসারে জেলায় পাহাড় ও টিলা কাটার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

জেলা প্রশাসন আরো জানিয়েছে, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সিলেটে পাহাড় ও টিলা কাটার ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে টিলা কাটা চলছিল। এ অবস্থায় প্রশাসন এ ধরনের কার্যক্রম বন্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করল।