, বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪ বিশ্বনাথে নাগরিক সমাবেশ শুক্রবার, প্রধান অতিথি হুমায়ুন কবির নিয়োগে অনিয়ম সিকৃবির কর্মচারী অর্পনা কুমারী চাকরিচ্যুত সিলেটে অন্তঃস্বত্ত্বা প্রেমিকা, প্রেমিককে ধরতে পুলিশের শরণাপন্ন জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, আটক ৩ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল ৩৬ জুলাইয়ে সিলেটে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা বিমানবন্দরে সংবর্ধিত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

জনপ্রিয়

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।