, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করলো এনসিপি ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিন ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জের মিরপুরের সানশাইন স্কুলে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করুন : মোহাম্মদ সেলিম উদ্দিন জাফলংয়ে বালু-পাথর উত্তোলনের জন্য রেহাই পাচ্ছে না পাহাড়-টিলা ঢাকা থেকে আগত জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মে অবদান : সম্মানজনক ‘আইজি ব্যাজ’ পেলেন এসএমপি কমিশনার রেজাউল করিম সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সিলেট বিভাগের প্রথম ডিআইজি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

জনপ্রিয়

সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করলো এনসিপি

হবিগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামিকে ফাঁসি ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সকলেই আদালতে উপস্থিত ছিলেন। সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।

আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকীয়ার জের ধরে আসামিরা খুন করেন। হত্যার পর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখেন তারা। পরদিন নিহতের স্বজনরা লাশ খুজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিজ্ঞ বিচারক বুধবার রায় প্রদান করেন।

রায় প্রদানকালে মামলার বাদী হাফিজ মিয়াসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। হাফিজ মিয়া বলেন, ১৬ বছর অতি কষ্টে মামলা পরিচালনা করেছি। ছাবু মিয়া সহজ সরল ছিল। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে অপরাধীরা এ ধরনের অপরাধ করতে সাবধান হবেন। দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।