শেখঘাটে কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
ঈদ আনন্দে অসহায় মানুষকে শামিল করতে হবে : ড. নূরুল ইসলাম বাবুল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। ঈদ আনন্দে অসহায় মানুষকে শামিল করতে হবে। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হয়। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী নেতা নুরুল আলম, সমাজসেবী আব্দুল কাদির, জামায়াত নেতা দেওয়ান আসকির আলী, মাজহারুল ইসলাম, ফয়েজুল ইসলাম, আব্দুল আলিম, মোশাররফ হোসেন ও আবুল খায়ের প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমজানে বেশী বেশী নফল ইবাদতের পাশাপাশি দান-খয়রাত বাড়াতে হবে। আশপাশের অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। সাধ্যমত তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।