, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ৮ দিন পর থানায় অভিযোগ  সিলেটে বিভিন্ন দাবিতে আদালতপাড়ায় দুই ঘন্টার কর্মবিরতি নিজের সন্তান হত্যা কোন রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারেনা : বিভাগীয় কমিশনার সিলেটে তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেটের সভায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসমানীনগরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ধান কাটার মেশিন  বিশ্বনাথে বিয়ের প্রলোভনে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার সিলেটে আল্লামা হুসাম উদ্দিনসহ ২৮৫ জনের বিরুদ্ধে মামলা গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল সিলেটের কাটাগাং নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেটের সভায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে আটটায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় সভায় সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং ধিক্কার প্রকাশ করেন।

বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানিখাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

বক্তারা আরও বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।

সভায় পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আইনের নামে হয়রানি, অগণতান্ত্রিক নির্দেশ এবং অসদাচরণের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন একজোট। এই খাতকে পরিকল্পিতভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা রুখে দিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মোহাম্মদ ইদ্রিস, সিরাজ হুসেন, আহমদ আলমগীর খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আখতার ফারুক লিটন, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মোঃ লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী খোকন ও আহমেদ রফিক মজুমদার প্রমুখ।

জনপ্রিয়

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ৮ দিন পর থানায় অভিযোগ 

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেটের সভায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে আটটায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় সভায় সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং ধিক্কার প্রকাশ করেন।

বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানিখাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

বক্তারা আরও বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।

সভায় পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আইনের নামে হয়রানি, অগণতান্ত্রিক নির্দেশ এবং অসদাচরণের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন একজোট। এই খাতকে পরিকল্পিতভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা রুখে দিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মোহাম্মদ ইদ্রিস, সিরাজ হুসেন, আহমদ আলমগীর খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আখতার ফারুক লিটন, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মোঃ লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী খোকন ও আহমেদ রফিক মজুমদার প্রমুখ।