হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর পুণ্যস্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিলাদপুর গ্রাম। স্থানীয়দের কাছে এটি গায়েবি মসজিদ নামে পরিচিত।
এলাকাবাসীর দাবি, মসজিদটি গায়েবিভাবে জ্বীনের দ্বারা নির্মিত হয়েছে। এটি মৌলভীবাজারের সবচেয়ে প্রাচীন মসজিদ।
মসজিদের কাঠামোয় কোনো ধরনের রড বা ইট-সিমেন্ট ব্যবহার হয়নি। ব্যবহৃত হয়েছে চুন-সুরকি। মোগল স্থাপত্যরীতিতে তৈরি এ মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। তবে দফায় দফায় সংস্কারের কারণে মূল ছোট মসজিদটির আদি কাঠামো অনেকটাই নষ্ট হয়ে গেছে। প্রায় ৩ একর জমির মসজিদটিতে বর্তমানে একসঙ্গে দেড় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
গ্রামের প্রবীণ ব্যক্তি মো. ছুরুক মিয়া বলেন, ‘বাপদাদাদের মুখে শুনেছি তিন গম্বুজবিশিষ্ট মসজিদটির কথা। তারাও শুনেছেন তাদের বাপদাদাদের মুখে। এভাবেই বংশপরম্পরায় শুনে নিশ্চিত হয়েছি মসজিদ হাজার বছরের।’ স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মকসুদুর রহমান বলেন, ‘আমাদের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোণ ইউনিয়নের জিলাদপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক ও প্রাচীন তিন গম্বুজবিশিষ্ট গায়েবি মসজিদটির বয়স প্রায় হাজার। গায়েবিভাবে মসজিদটি নির্মিত। মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ আসে। অনেকে রোগমুক্তিসহ নানা বিষয়ে মানত করে। দেশবিদেশের বহু মানুষ এখানে এসে নামাজ আদায় করে।’