, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শিশু নিপীড়ক শরীফ উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা, কারাগারে প্রেরণ বিয়ানীবাজারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকায় তোলপাড়! সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ সিলেটে বুকের উপর পায়ের চাপ দিয়ে শিশুকে পেটালেন মাদ্রাসা শিক্ষক বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন

বিশ্বনাথে দখল দূষণে বিপন্ন বাসিয়া নদীর বর্জ্য অপসারণ শুরু

সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে নতুন বাজারের নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টানা পাঁচ দিন বর্জ্য অপসারণ কার্যকম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

বিশ্বনাথ পৌরসভা অফিস জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিস্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে, পৌর শহরের বড় ব্রিজ থেকে মাছবাজার ব্রিজ পার হয়ে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।

জনপ্রিয়

সিলেটে শিশু নিপীড়ক শরীফ উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা, কারাগারে প্রেরণ

বিশ্বনাথে দখল দূষণে বিপন্ন বাসিয়া নদীর বর্জ্য অপসারণ শুরু

প্রকাশের সময় : ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে নতুন বাজারের নদী তীরবর্তী স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টানা পাঁচ দিন বর্জ্য অপসারণ কার্যকম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ।

বিশ্বনাথ পৌরসভা অফিস জানায়, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে বাসিয়া নদীর বর্জ্য অপসারণ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তা বাস্তবায়ন হচ্ছে। টানা পাঁচদিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। বর্জ্য পরিস্কারের সীমানা নির্ধারণ করা হয়েছে, পৌর শহরের বড় ব্রিজ থেকে মাছবাজার ব্রিজ পার হয়ে টিএনটি মোড় পর্যন্ত পুরো নদী।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিষদ প্রশাসক সুনন্দা রায় বলেন, নদী রক্ষায় আমরা কার্যক্রম শুরু করেছি। সিলেট সিটি কর্পোরেশন এ কাজে যান্ত্রিক সহযোগিতা করছে। আশা করছি, সকলের সহযোগিতায় সফলভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করতে পারবো।