, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার

মধ্যরাতে ধর্ষণের বিচারের দাবিতে শাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৩৫ পড়া হয়েছে

সারাদেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনার জেরে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্ষকদের ফাঁসি, তাদের সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। এরপর রাত আড়াইটায় আবাসিক ছাত্রীহলের শিক্ষার্থীরা হল থেকে স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন।

এসময় শিক্ষার্থীরা `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোলচত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান নেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি। আমরা এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।

জনপ্রিয়

১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

মধ্যরাতে ধর্ষণের বিচারের দাবিতে শাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সারাদেশে ধর্ষণের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনার জেরে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্ষকদের ফাঁসি, তাদের সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। এরপর রাত আড়াইটায় আবাসিক ছাত্রীহলের শিক্ষার্থীরা হল থেকে স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন।

এসময় শিক্ষার্থীরা `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোলচত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান নেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি। আমরা এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।