আবুধাবিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জকিগঞ্জের মহসিন রেজা
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কৃতিসন্তান হাফিজ মহসিন রেজা।
আবুধাবিতে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।জকিগঞ্জ উপজেলার ডিগ্রি (খলাছড়া) গ্রামের হাফিজ মাওলানা আব্দুল মুকিতের ছেলে হাফিজ মহসিন রেজা বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। তাঁর এ অসাধারণ কৃতিত্বে আনন্দে ভাসছে পরিবারসহ পুরো জকিগঞ্জবাসী।চ্যাম্পিয়ন হিসেবে মহসিন রেজাকে পুরস্কার হিসেবে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা), ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পারিবারিকভাবেই কোরআন শিক্ষার আবহে বেড়ে ওঠা মহসিন রেজার দুই ভাইও ইসলামী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। তাঁর জমজ ভাই হাফিজ মোস্তফা রেজা ঢাকায় পড়াশোনা করছেন, আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান বর্তমানে দুবাইয়ে অধ্যয়নরত। তাঁদের বাবা হাফিজ মাওলানা আব্দুল মুকিত সংযুক্ত আরব আমিরাতের রওজ আল মারাবি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।
হাফিজ মহসিন রেজার এই বিজয়ে জকিগঞ্জসহ পুরো দেশজুড়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কোরআনের আলো ছড়ানোর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।