, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক জগন্নাথপুরে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব সিলেটে সুপারির দামে অস্থিরতা : কেজিপ্রতিতে দাম বেড়েছে ৫০০ টাকা সিলেটে যানজট ও দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ : পুলিশ কমিশনার

১০ দফা দাবিতে ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের কর্মবিরতির ঘোষণা

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ” আগামী ২৫ মে দেশব্যাপী প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১০ দফা দাবি জানালেও সেগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে তারা কর্মসূচির পথে হাঁটছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বিপিসির প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী কমিশন বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমিশন কমে গেছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ভাড়াসহ অন্যান্য ব্যয় বহুগুণে বেড়ে গেছে।”

তিনি আরও বলেন, “পেট্রোল, অকটেন ও ডিজেলে বর্তমানে প্রাপ্ত কমিশন বিপিসির প্রস্তাবিত হারের চেয়েও কম। অথচ এখান থেকেই আমাদের সকল খরচ চালাতে হচ্ছে।”

সংগঠনের অভিযোগ, একদিকে কমিশন বাড়ছে না, অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইজারা মাশুল বাড়িয়েছে। পেট্রোল পাম্প পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্সের চাপ, প্রশাসনিক হয়রানি ও ট্যাংকলরীর চলাচলে নানা বিধিনিষেধ ব্যবসাকে কঠিন করে তুলেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্বালানি উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়, তবে হজযাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মিজানুর রহমান রতন ও জুবায়ের আহমেদ চৌধুরী।

জনপ্রিয়

আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

১০ দফা দাবিতে ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিকদের কর্মবিরতির ঘোষণা

প্রকাশের সময় : ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ” আগামী ২৫ মে দেশব্যাপী প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১০ দফা দাবি জানালেও সেগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে তারা কর্মসূচির পথে হাঁটছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “বিপিসির প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী কমিশন বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমিশন কমে গেছে। অথচ বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, ভাড়াসহ অন্যান্য ব্যয় বহুগুণে বেড়ে গেছে।”

তিনি আরও বলেন, “পেট্রোল, অকটেন ও ডিজেলে বর্তমানে প্রাপ্ত কমিশন বিপিসির প্রস্তাবিত হারের চেয়েও কম। অথচ এখান থেকেই আমাদের সকল খরচ চালাতে হচ্ছে।”

সংগঠনের অভিযোগ, একদিকে কমিশন বাড়ছে না, অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইজারা মাশুল বাড়িয়েছে। পেট্রোল পাম্প পরিচালনার জন্য অতিরিক্ত লাইসেন্সের চাপ, প্রশাসনিক হয়রানি ও ট্যাংকলরীর চলাচলে নানা বিধিনিষেধ ব্যবসাকে কঠিন করে তুলেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ২৫ মে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্বালানি উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়, তবে হজযাত্রী ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মিজানুর রহমান রতন ও জুবায়ের আহমেদ চৌধুরী।