সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন শাফায়েত খান, জহিরুল ইসলাম, সোহেল আহমদ সানী, রবিন কর, ফাহিম আহমদ, রাজন আহমদ রমজান, বশির খান লাল ও সোয়েব আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫ থেকে ২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।