মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘণ্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২) এবং মায়ের নাম কছতুরা বানু (৭২)।
জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।
ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসঙ্গে মা ও ছেলের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।