, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে টাকা নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন, ঘাতক গ্রেফতার বালাগঞ্জে খুঁটির নিচে পড়ে আছে চুরি হওয়া ট্রান্সফরমারের খোসা, অন্ধকারে রিফাতপুর মসজিদ ৩ দিনের ছুটিতে সিলেটে পর্যটকদের ভীড় সুনামগঞ্জে গ্রেফতারের পর আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির অতিরিক্ত পুলিশ সুপার  সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে মৃত‍্যুদণ্ডপ্রাপ্ত ছাত্রদল নেতার মুক্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধনগ সাংবাদিকদের কল্যাণে সরকার ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত : দানবীর ড. রাগীব আলী সিলেটে সীমান্তে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করলো এনসিপি ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে বিভাগে ঈদের দ্বিতীয় দিনে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি

সিলেটে ঈদের দ্বিতীয় দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নারী-শিশুসহ এই ৩ জনের প্রাণহানি ঘটে।

হবিগঞ্জে অটোরিকশার চাপায় নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলা পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুশরা আক্তার ওই গ্রামের সাঈদুল হকের মেয়ে।জানা যায়, মঙ্গলবার বাড়ির উঠোনে খেলাধুলার এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায় বুশরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। দুপুরের দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেটে গৃহবধূর লাশ উদ্ধার

সিলেটে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিহা সুলতানা (৩৭) সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলায় একটি ফ্ল্যাটে থাকতেন। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন। তাদের ১০ বছরের এক সন্তানও রয়েছে।জানা যায়, সকাল ৯ টার দিকে সবার অগোচরে সাবিহা সুলতানা ৬ তলা থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে তার লাশ উদ্ধার করে।এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহতের ভাই ও স্বামীর সাথে কথা বলে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিলেটে টাকা নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন, ঘাতক গ্রেফতার

সিলেটে বিভাগে ঈদের দ্বিতীয় দিনে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

সিলেটে ঈদের দ্বিতীয় দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নারী-শিশুসহ এই ৩ জনের প্রাণহানি ঘটে।

হবিগঞ্জে অটোরিকশার চাপায় নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (০৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। সে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি সিএনজি (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নবীগঞ্জ টু কাজিগঞ্জ বাজার আঞ্চলিক সড়কের গন্ধা পয়েন্টে পৌঁছালে শিশুটি সিএনজির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথ উপজেলা পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুশরা আক্তার ওই গ্রামের সাঈদুল হকের মেয়ে।জানা যায়, মঙ্গলবার বাড়ির উঠোনে খেলাধুলার এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায় বুশরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। দুপুরের দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সিলেটে গৃহবধূর লাশ উদ্ধার

সিলেটে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাবিহা সুলতানা (৩৭) সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে। তিনি আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলায় একটি ফ্ল্যাটে থাকতেন। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন। তাদের ১০ বছরের এক সন্তানও রয়েছে।জানা যায়, সকাল ৯ টার দিকে সবার অগোচরে সাবিহা সুলতানা ৬ তলা থেকে লাফ দেন। তার দেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস টিম এসে ওই কার্নিশ থেকে তার লাশ উদ্ধার করে।এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহতের ভাই ও স্বামীর সাথে কথা বলে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।