ঈদ আনন্দ বিষাদে পরিণত হলো এক কিশোরের। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে বেড়াতে যেয়ে মৃত্যু হলো তার। হতভাগা এ কিশোরের নাম নয়ন মিয়া (১৩)। পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার, এমন তথ্য নিশ্চিত করেছে গোয়ানঘাট থানা পুলিশ।
আজ সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ। সে হবিগঞ্জের, নবীগঞ্জ উপজেলার শমারগাঁওয়ের ফুল মিয়ার পূত্র।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আজ কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে ঈদ আনন্দে উচ্ছ্বলতা প্রকাশে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান নয়ন মিয়া। এক পর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন নয়ন ও তার বন্ধুরা। কিন্তু নদীর স্রোতের টানে ভারসাম্য হারিয়ে তলিয়ে যায় পানিতে সে। পরে তার সঙ্গী ও স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।