সিলেটের এক তরুণ আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই তরুণের নাম তন্ময় দেবনাথ সৃজন (২২)। ২১ মার্চ থেকে তিনি নিখোঁজ। এ ঘটনার পরদিন সিলেট মহানগরের শাহপরান থানায় তরুণের ভাই সুইট দেবনাথ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার পর্যন্ত তন্ময়ের খোঁজ মেলেনি।
নিখোঁজ তরুণের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তন্ময় দেবনাথ প্রতিদিনের মতো ২১ মার্চ দুপুরে খাওয়াদাওয়া শেষে শহরতলির বটেশ্বর জালালনগর এলাকার বাসা থেকে বের হন। এ সময় তাঁর চাকরিস্থল নগরের টিলাগড় এলাকার একটি ফার্মেসিতে যাওয়ার কথা। তিনি ফার্মেসিতে ওষুধ বিক্রেতার কাজ করেন।
সুইট দেবনাথ জানান, তাঁরা ভেবেছিলেন কাজ শেষে রাত হওয়ায় সম্ভবত তিনি তাঁর কোনো সহকর্মীর বাসায় থেকে গেছেন। তবে পরদিন দুপুরেও বাসায় না ফেরায় তাঁরা কর্মস্থলে খোঁজ নেন। সেখানে গিয়ে জানা যায়, তন্ময় সেদিন ফার্মেসিতে যাননি।
এ বিষয়ে যোগাযোগ করলে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসুল সানদানী আজাদ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
সন্ধান পেলে 01776203987 এই নাম্বারে যোগাযোগ করার অনোরোধ করা হলো।