সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় আরেক বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ড্রাইভারসহ ১৭ জন যাত্রী আহত হয়েছে। আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে বিরতিহীন বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে৷
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি বিরতিহীন বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হন৷ পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।