সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহতসহ উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন।
নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার বিকাল ৫টার দিকে উত্তর তিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আল আমিন, শাহান, সাকিল, জিগির, সুপান ও আব্দুল আজিজ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাকিল আহমদ নামের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সৌরভ বাইরে থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা করে। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সৌরভের শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই সন্ধ্যার পরে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছুলে পরিস্থিতি শান্ত হয়।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত সন্ত্রাসী হামলা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

ওসমানীনগর প্রতিনিধি 



















