সিলেটের বিশ্বনাথের খাজাঞ্জী ইউনিয়নের নির্ভৃত্ত পল্লী সুরমা নদীর তীর ঘেষে গড়ে উঠা শতবছরের প্রাচীণ ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের মহা-মিলনমেলা আনন্দঘন পরিবেশে সফলভাবে সমাপ্তী হয়েছে। গতকাল রোববার ২দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব, রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যাংকার, দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ঠ শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলীন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনির্ভাসিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তাজ উদ্দিন, সিলেট ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, বলেছেন, নবীজী বলেছেন, একটি মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। মানুষের জীবন তো পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। একথা মাথায় রেখে আমাদের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার সাথে সাথে ইসলামী শিক্ষার সমন্বয় করতে হবে এবং ইসলামের আলোকে জীবন পরিচালিত করতে হবে। কারণ পরকালে আমাদের আরেকটি জীবন আছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিন্তু ৩৫ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে ইসলামী কোন বিভাগ নেই। আমরা সরকারের কাছে আবেদন করেছি, আশা করছি শীঘ্রই সিলেটবাসীর প্রত্যাশিত এই দাবি পূরণ হবে।
সভাপতির বক্তব্যে বিশিষ্ঠ দানবীর, লিডিং ইউনিভার্সিটির বোর্ডঅব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব, রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, চা-কর, ব্যাংকার, দৈনিক সিলেটের ডাক’র সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ঠ শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, জীবন সায়াহ্নে এসে আমি আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জানাই তিনি আমার নিজ এলাকার উন্নয়নে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমত কাজ করার সযোগ দিয়েছেন। এমন সুভাগ্য এক জীবনে অনেক মানুষের কপালে জুটে না। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে আরো কাজ করতে হবে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা আব্দুর রউফ। ২য় দিনের কর্মসূচিতে হাম-নাত, অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালবাদ টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা গভনিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি মাওলানা বুরহান হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোত্তর আলী, বিশ^নাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলুমিয়া, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামসুন্দও অগ্রাগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কওেঝের অধ্যক্ষ আব্দুল আহাদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভনির্ং বডির সভাপতি ময়নুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মাফিজ খান, ট্রাস্ট্রি ফারুক আহমদ, মো. মঈন উদ্দিন, বিএনপি নেতা সাজিদুরহমান সুহেল, আব্দুর রব, এস এফ ইংলিশ একাডেমির স্বত্তাধিকারী ফখরুল খান, ইউকের উম্মা আপিলে ট্রাস্ট্রি বোর্ডের শিক্ষা পরিচালক আব্দুল আলী মুসা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈধ্য অপ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন।

আব্দুস সালাম মুন্না, বিশ্বনাথ 



















