সিলেটে স্বাভাবিক সময়ের আগেই তীব্র শীতের প্রকোপ অনুভূত হচ্ছে। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি অনেক বেশি হওয়ায় ইতোমধ্যেই জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
গত কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েন নগরবাসী।
শীতের কারণে কর্মজীবী মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম ভোগান্তিতে। কুয়াশার কারণে সড়কে যান চলাচলেও দেখা দিয়েছে ধীরগতি। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, শুক্রবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া এমন থাকলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক 



















