, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ সিলেটে বুকের উপর পায়ের চাপ দিয়ে শিশুকে পেটালেন মাদ্রাসা শিক্ষক বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

মূল্যায়ন করা হচ্ছে না ত্যাগীদের : সিলেট বিএনপিতে ডেভিল আতঙ্ক! 

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৫০৯ পড়া হয়েছে

সিলেটে আওয়ামী লীগের দোসররা এবার বিএনপির নেতাদের অজান্তে এবং ম্যানেজ করে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের কমিটিতে আশ্রয় নিচ্ছে। এসব ডেভিলরা বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করতে তারা আওয়ামী লীগের এজেন্ট হয়ে দলে যোগদান করছে। এর প্রমানও মিলেছে। গত মঙ্গলবার সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬টি থানা শাখা কমিটি গঠনের পর অনুপ্রবেশকারিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। একের পর এক ডেভিলদের হলফনামা প্রকাশ পাচ্ছে। অভিযোগ উঠেছে ডেভিলদের পুনর্বাসন এবং দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না!

সম্প্রতি সিলেট স্বেচ্ছাসেবক দলের শাখা কমিটিতে আওয়ামী লীগের দোসররা নানান কৌশলে বিএনপির এই সংগঠনে যোগদান করেছে। এছাড়াও দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করায় নগরীতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হচ্ছে। এই খবর এখন সিলেটের “টক অব দি টাউন!”

শুধু স্বেচ্ছাসেবক দলে নয়, জাতীয়তাবাদী বিএনপিসহ অঙ্গ সংগঠনের অন্যান্য সহযোগী সংগঠনে এখন আওয়ামী লীগের দোসর এবং দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নন এমন অনেককে দলীয় পদ নেয়ার জন্য উঠেপরে লেগেছেন। বিষয়টি নিয়ে সিলেট বিএনপির সিনিয়র নেতারাও ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়াও তারা অতঙ্কেও আছেন। আওয়ামী লীগ সরকারে সময়ে অনেক বিএনপির নেতা-কর্মীরা সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগের হয়ে কাজও করেছেন। তারাও এই অতঙ্কে আছেন, কখন তাদের হলফনামা প্রকাশ হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদানের ঘটনায় বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই সাথে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নন এমন অনেককে দলীয় পদ দেয়া নিয়ে ত্যাগীদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হবে। এসব কমিটি নিয়ে যেকোনো সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাটল ধরতে পারে জাতীয়তাবাদী বিএনপির ঐক্যে।

অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

জনপ্রিয়

সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ

মূল্যায়ন করা হচ্ছে না ত্যাগীদের : সিলেট বিএনপিতে ডেভিল আতঙ্ক! 

প্রকাশের সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সিলেটে আওয়ামী লীগের দোসররা এবার বিএনপির নেতাদের অজান্তে এবং ম্যানেজ করে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের কমিটিতে আশ্রয় নিচ্ছে। এসব ডেভিলরা বিএনপির রাজনীতিকে কলঙ্কিত করতে তারা আওয়ামী লীগের এজেন্ট হয়ে দলে যোগদান করছে। এর প্রমানও মিলেছে। গত মঙ্গলবার সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬টি থানা শাখা কমিটি গঠনের পর অনুপ্রবেশকারিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। একের পর এক ডেভিলদের হলফনামা প্রকাশ পাচ্ছে। অভিযোগ উঠেছে ডেভিলদের পুনর্বাসন এবং দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না!

সম্প্রতি সিলেট স্বেচ্ছাসেবক দলের শাখা কমিটিতে আওয়ামী লীগের দোসররা নানান কৌশলে বিএনপির এই সংগঠনে যোগদান করেছে। এছাড়াও দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করায় নগরীতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হচ্ছে। এই খবর এখন সিলেটের “টক অব দি টাউন!”

শুধু স্বেচ্ছাসেবক দলে নয়, জাতীয়তাবাদী বিএনপিসহ অঙ্গ সংগঠনের অন্যান্য সহযোগী সংগঠনে এখন আওয়ামী লীগের দোসর এবং দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নন এমন অনেককে দলীয় পদ নেয়ার জন্য উঠেপরে লেগেছেন। বিষয়টি নিয়ে সিলেট বিএনপির সিনিয়র নেতারাও ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়াও তারা অতঙ্কেও আছেন। আওয়ামী লীগ সরকারে সময়ে অনেক বিএনপির নেতা-কর্মীরা সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগের হয়ে কাজও করেছেন। তারাও এই অতঙ্কে আছেন, কখন তাদের হলফনামা প্রকাশ হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদানের ঘটনায় বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই সাথে দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নন এমন অনেককে দলীয় পদ দেয়া নিয়ে ত্যাগীদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হবে। এসব কমিটি নিয়ে যেকোনো সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ফাটল ধরতে পারে জাতীয়তাবাদী বিএনপির ঐক্যে।

অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বিবৃতিতে বলা হয়, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।