আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক শুভসূচনা করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষে আগামী বৃহস্পতিবার তিনি তিন দিনের এক সাংগঠনিক সফরে সিলেট ও বগুড়া যাওয়ার পরিকল্পনা করেছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে এটিই হবে তাঁর প্রথম রাজনৈতিক সফর।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন বৃহস্পতিবার তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। সেখানে তিনি আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটের দুই পুণ্যভূমি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সিলেটের সাথে তাঁর পারিবারিক সম্পর্ক অত্যন্ত নিবিড়; কারণ এটি তাঁর শ্বশুরবাড়ির এলাকা। মাজার জিয়ারতের মাধ্যমে বরকত নিয়ে তিনি মূলত তাঁর নির্বাচনী প্রচারণার প্রাথমিক ধাপ শুরু করবেন।
সফরের পরবর্তী অংশে তারেক রহমান তাঁর পৈতৃক নিবাস ও নিজের নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন। এবার তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে সেখানে তাঁকে ঘিরে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিন দিনের এই ঝটিকা সফরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং নির্বাচনী কৌশল নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, তারেক রহমানের এই সরাসরি নির্বাচনী তৎপরতা সারা দেশের দলীয় কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে। ইতোমধ্যে তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট ও বগুড়ায় সাজ সাজ রব পড়ে গেছে। নেতার আগমণকে স্মরণীয় করে রাখতে স্থানীয়ভাবে ব্যাপক প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। মূলত এই সফরের মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ডামাডোল পুরোদমে শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রতিদিনের সিলেট ডেস্ক 


















