ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাস করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে বন্দরবাজার মোড়ে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বন্দরবাজার মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করেছেন সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তারা সরকারি চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল শিক্ষার্থীরা শুধু মাত্র এসএসসি ও এইচএসসি পর্যায় শেষ করেই যদি একই গ্রেডে চাকরি পান, তাহলে এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার।
তাদের মতে, হাইকোর্টের নির্দেশনার ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ কমে যাবে। তাই তারা দ্রুত এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, যদি দ্রুত এ সিদ্ধান্ত বাতিল না করা হয়, তাহলে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ আরও কঠোর আন্দোলনে যাবেন।