পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)’র মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি কমিউনিটি হলে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত এনসিপি’র আন্তর্জাতিক ডায়াস্পোরা শাখার সদস্যবৃন্দসহ কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মতবিনিময় কালে বক্তারা প্রবাসীদের ভূমিকা, তাদের অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস বরোর কাউন্সিলর কবির হুসেইন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দেশে চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও দলের লক্ষ্যসমূহ শেয়ার করতেই এই সভার আয়োজন করা হয়েছে।জি এস রাসেলের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির ইন্টারন্যাশনাল ডায়াস্পারা শাখার ইউ কে তে অবস্থানরত সেন্ট্রাল সদস্যবৃন্দ – আবু সলমন মুরাদ, মাকসুদুল হক, ফারিয়া ফাহি, হ্যাপি শারমিন।
এছাড়াও ইউ কের বিভিন্ন সিটি থেকে আগত শতাধিক সমর্থক বৃন্দের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠে অনুষ্টান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিপি নেতৃবৃন্দ ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তার সমাপনী বক্তব্যে যুক্তরাজ্যর বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে এই মতবিনিময় অব্যাহত থাকবে।
তিনি জানান, প্রবাসীদের মতামত ও পরামর্শগুলো সংকলন করে দলের নীতি-নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হবে, যাতে ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনে প্রবাসীরাও ভূমিকা রাখতে পারেন। এছাড়া নেতৃবৃন্দ ঘোষণা করেন যে এনসিপি শিগগিরই ইউরোপের অন্যান্য শহরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুরূপ সভা ও সম্মেলনের আয়োজন করবে। আগামী রমজান মাসজুড়ে এবং পরবর্তী সময়ে প্রবাসী কমিউনিটির সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়াতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আলোচনা চালানোর পরিকল্পনা রয়েছে।