সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে শাখারিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি (সোয়াবিন ৫ লিটার, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, চাল ২ কেজি, মুড়ি, ডাল, লবন ১ কেজি) করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সংগঠক মো. আজাদ হোসেন মিটু এর সভাপতিত্বে চ্যারিটি সদস্য এখলাছ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, চ্যারিটি সদস্য মো. শাহাব উদ্দিন মিজান, তারেকুল ইসলাম, মিজানুর রহমান মিজান।
এসময় ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আপ্তারুন নেছা, চ্যারিটি সদস্য
রুবেল মিয়া, মুরব্বি বাবুল মিয়া, আব্দুল হাসিম দানু, আছাব আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।