বিশ্বনাথ উপজেলা সদর ও পৌর এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ নির্বাচনী এলাকার( বিশ্বনাথ-ওসমানী নগর ) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী পৌর এলাকার নতুন বাজারের মাদ্রাসা মার্কেট,রামপাশা রোড,সবজী বাজার,মাছ বাজার,টিএনটি রোড,সিএনজি স্ট্যান্ড,লাইটেস স্ট্যান্ড ও পুরাণ বাজারের জগন্নাথপুর রোড,কলাহাটা,মাছ বাজার সবজি বাজারসহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ করেন এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যাপক আব্দুল হান্নান এবং আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ ও সহযোগিতা কামনা করেন তিনি।এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি তালেব আহমদ গোলাপ, আবু সাইদ, কাওছার আহমদ শাহিন,মাওলানা আব্দুল গফফার, আবু বকর টিপু, রফিকুল ইসলাম ফিরোজ, আমজাদ আলী, নোমান রব্বানী, মোজাম্মেল আলী, আশিক আলী, ছাদিকুর রহমান প্রমুখ