সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
গত ১০ আগষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংবিধি ২০১৯ এর ৭নং ধারার আলোকে রেহান উদ্দিন রায়হানকে এ পদে মনোনীত করা হয়।