সিলেটে ডেঙ্গু পরিস্থিতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তবে করোনায় স্বস্তির খবর মিলেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে করে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। বর্তমানে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
অপরদিকে, করোনাভাইরাস সংক্রমণে জেলায় স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা ৩০-এ থাকলেও বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই।