সিলেটের গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪জনসহ ৬জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং রাজাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল বিদেশি মদ, ১০০ পিস ইয়াবা, নগদ ৬৬,৬০০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ২টি কাঁচি উদ্ধার করা হয়।
আটক আসামিরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের রানাপিং গ্রামের তোয়ব আলীর ছেলে রানা মিয়া (৪৫), তার ছেলে মো: রকি আহমদ (২১), মো: শাহী আহমদ (১৭), মেয়ে তানজিনা জান্নাত (২৩) একই গ্রামের সইন উদ্দিনের ছেলে মো: লিমন (১৮), লিটন চন্দ্রের ছেলে টিটন চন্দ্র (২৪)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬জনকে গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ২, তাং:১/৮/২০২৫ই) দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।