প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা যুবদলের কমিটি গঠন উপলক্ষে প্রার্থীদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের নামের তালিকাও লম্বা হতে যাচ্ছে। কারা হাল দরবেন এবার উপজেলা যুবদলের এনিয়ে চলছে আলাপ-আলোচনা। এ ব্যাপারে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ৪ নং রামপাশা ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আফিজ আলী মেম্বার বলেন, আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতীতে বিশ্বাসী। আমার নেতা এম ইলিয়াস আলীর হাত ধরে বিএনপির রাজনীতীতে এসেছি। বিগত ১৭ বছর রাজনীতির মাঠে সক্রিয় থেকেছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে অসংখ্য মামলা-হামলা ও কারা নির্যাতিত হয়েছি তার পরেও দলের হাল ছাড়িনি। শেখ হাসিনা সরকার আমাদের নেতা এম ইলিয়াস আলী কে গুম করে রেখেছে আজ-ও তাহার সন্ধান মিলেনি। মহান আল্লাহ যেন সিলেট বাসীর প্রিয় নেতা কে গুম নামক কারাগার থেকে আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন। আমি দলের একজন কর্মী।
তিনি বলেন দেশ-বিদেশের আমার সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া নিয়ে আমি উপজেলা যুবদলের কমিটিতে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে মূল্যায়ন করা হবে এবং উপজেলা যুবদল কে সুসংগঠিত করে তুলতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।