, মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

বিয়ানীবাজারে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: ঝুঁকিতে একাধিক পরিবার

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় টানা বর্ষণের কারণে টিলা ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে।

বিয়ানিবাজার উপজেলা প্রশাসন জানায়, টিলা ধসে নিদনপুর গ্রামের বাসিন্দা কাওছার আহমদের বসতঘরের ভিতরে মাটি ঢুকে পড়ে। এতে ঘরের অভ্যন্তরীণ মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

এ ছাড়া আশপাশের আরও পাঁচ থেকে ছয়টি বাড়ি এখনো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে টিলা ও উঁচু ভূমির পাদদেশে বসবাসরত পরিবারগুলো ভূমিধসের ঝুঁকির মধ্যে পড়ে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবেশ ও আবাসন বিশেষজ্ঞদের পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

জনপ্রিয়

বিয়ানীবাজারে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: ঝুঁকিতে একাধিক পরিবার

প্রকাশের সময় : ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় টানা বর্ষণের কারণে টিলা ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়ে।

বিয়ানিবাজার উপজেলা প্রশাসন জানায়, টিলা ধসে নিদনপুর গ্রামের বাসিন্দা কাওছার আহমদের বসতঘরের ভিতরে মাটি ঢুকে পড়ে। এতে ঘরের অভ্যন্তরীণ মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

এ ছাড়া আশপাশের আরও পাঁচ থেকে ছয়টি বাড়ি এখনো ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর বর্ষা মৌসুমে টিলা ও উঁচু ভূমির পাদদেশে বসবাসরত পরিবারগুলো ভূমিধসের ঝুঁকির মধ্যে পড়ে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবেশ ও আবাসন বিশেষজ্ঞদের পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।